কুড়িলে ট্রেনে কাটা পড়লেন ২ যুবক

নিজস্ব প্রতিবেদক
২৩ জুন ২০২৪, ১৬:৪৮
শেয়ার :
কুড়িলে ট্রেনে কাটা পড়লেন ২ যুবক

রাজধানীর কুড়িল বিশ্বরোড ও আশপাশ এলাকায় পৃথক ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার ভোর থেকে সকালের মধ্যে পৃথক দুর্ঘটনা ঘটে বলে জানান ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) তারা মিয়া।

নিহত দুই যুবক হলেন- সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা গ্রামের শাহআলমের ছেলে মাহমুদুল হাসান (৩০) ও মৌলভীবাজার সদর উপজেলার দর্জিমহল বাবুল আহামেদের ছেলে এমএম তানজিম জয় (২৬)।

এসআই তারা মিয়া বলেন, ‘ভোর ৫টা ২৪ মিনিটে ক্যান্টেমেন্ট রেলস্টেশন ও কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন দিয়ে অসর্তকভাবে হেঁটে যাচ্ছিলেন তানজিম জয়। তখন বলাকা কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়। অপরদিকে, সকাল ১০টা ২০ মিনিটে কুড়িল বিশ্বরোড এলাকায় কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার হচ্ছিলেন মাহমুদুল হাসান। এসময় একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। ’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে ওই দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এনআইডি ও স্বজনদের সঙ্গে কথা বলে তাদের পরিচয় পাওয়া যায়। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’