আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ রবিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;
প্রধানমন্ত্রীর কর্মসূচি
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৩টায় গণভবনে নবনিযুক্ত সেনাপ্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরাবেন তিনি। বিকেল সাড়ে ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া বিকেল সাড়ে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন।
আওয়ামী লীগের কর্মসূচি
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর সোয়া ২টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
দুপুর ২টা ৩০ মিনিটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে সভাপতিত্ব করনে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানে অংশ নেবেন।
বিএনপির কর্মসূচি
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বেলা ১১টায় পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। এ ছাড়া সারা দেশের জেলা সদরে দোয়া অনুষ্ঠিত হবে।
র্যাবের কর্মসূচি
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
দুপুর সাড়ে ১২টায় কুর্মিটোলা র্যাব সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন র্যাবের মহাপরিচালক অতি. আইজিপি মো. হারুন অর রশীদ, বিপিএম।
ডিবির কর্মসূচি
বেলা ১১টায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কনফারেন্স রুমে রাজধানীর বিমানবন্দর এলাকায় যাত্রীবাহী বাসে উঠিয়ে গরুর ব্যাপারীদের কাছ থেকে সর্বস্ব লুটে নেয়া ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতারের বিষয়ে ব্রিফ করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি, ডিএমপি।
যাত্রী কল্যাণ সমিতির কর্মসূচি
বেলা ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার স্পেশাল ট্রেন চালু রাখার দাবিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে রেলের মহাপরিচালক বরাবর স্বারকলিপি প্রদান।