নেদারল্যান্ডস-ফ্রান্সের ম্যাচ গোলশূন্য ড্র

অনলাইন ডেস্ক
২২ জুন ২০২৪, ১২:০৫
শেয়ার :
নেদারল্যান্ডস-ফ্রান্সের ম্যাচ গোলশূন্য ড্র

ইউরো কাপে নেদারল্যান্ডস-ফ্রান্সের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। এতে দুই দলেরই শেষ ষোলোতে যাওয়ার অপেক্ষাও বাড়ল।

লিপজিগ স্টেডিয়ামে শুক্রবার দিবাগত রাত ১টায় লড়াইয়ে নামে নেদারল্যান্ডস-ফ্রান্স। শুরু থেকে ডাচদের চাপে রাখে ফ্রান্স। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আক্রমণের ধারও বাড়তে থাকে। বিরতির আগে গ্রিজম্যান চারটি সুযোগ পেয়েছিলেন। কিন্তু গোলের দেখা পাননি। ডাচদের হয়ে গাকপোও একটি দারুণ সুযোগ পেয়েছিলেন, কিন্তু ভাগ্য সহায় ছিল না। 

বিরতির পর গ্রিজম্যান-র্যাবিওট-চুয়োমনির আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে ডাচ রক্ষণভাগ। তবুও হাল ছাড়েনি তারা। গ্রিজম্যানও সুযোগ মিস করেন। তবে শেষ দিকে গোল দিয়েও অফসাইডে বাতিল হয় সিমন্সের শট। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তা নিলেও লাভ হয়নি। 

আক্রমণে-বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ফ্রান্স। ১৪টি শট নেয় দলটি। এত আক্রমণের পরও গোল না পাওয়ার দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ২০১৬ ইউরোর ফাইনালে পর্তুগালের বিপক্ষে ১৮ শট নিয়েও গোল দিতে পারেনি। অন্যদিকে মাত্র ৮টি শট নিতে পারে ডাচরা।