ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৪, ০৯:০৭
শেয়ার :
ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে আরও একটি অগ্নিপরীক্ষার মুখোমুখি হবে বাংলাদেশ। এই পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আসরের অন্যতম ফেবারিট ভারত। প্রথম ম্যাচে শান্তরা হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। অন্যদিকে আফগানদের হেসে খেলে হারিয়েছে ভারত। 

ভারত মোকাবিলায় প্রস্তুত টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। আজ শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, দলের টপ অর্ডার ব্যাটাররা ফর্মে ফেরার পথে থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার ভালো সুযোগ এখনো আছে। এটি দলের সব সদস্যই মাথায় রেখেছে। আর অতীত থেকেও অনুপ্রেরণা নিতে চায় সবাই। ভারতের বিরুদ্ধে একটা জমাট লড়াই হতে পারে। 

এ ম্যাচে তাই টপ অর্ডারে পরিবর্তন আসার সম্ভাবনায় বেশি। এক্ষেত্রে দুই ওপেনারের একজনকে বাদ দিয়ে অফফর্মে থাকা সৌম্য সরকারকে হয়তো আরও একটা সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ-ভারত মুখোমুখি ১৩ বার। এর মধ্যে একটি জিতেছে টাইগাররা। এই ফরম্যাটের বিশ্বকাপে চারবার দেখা হয়েছে দুই দলের। সব ম্যাচই জিতেছে টিম ইন্ডিয়া।  পরিসংখ্যান পক্ষে না থাকলেও, ভারতকে বিপক্ষে বেশিরভাগ ম্যাচেই আগ্রাসী ও লড়াকু ক্রিকেট খেলেছে টাইগাররা।

শনিবার অ্যান্টিগায় ভারতকে হারাতে না পারলে শেষ চারের দৌড় থেকে ছিটকে যাবে শান্তরা। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে জিতলে সেমিফাইনালের পথে এক পা দিয়ে ফেলবে ভারত। 

সম্ভাব্য বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ, লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভির ইসলাম, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।