সালিস চলাকালে প্রবাসী যুবককে ছুরিকাঘাত

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
২১ জুন ২০২৪, ২০:৫২
শেয়ার :
সালিস চলাকালে প্রবাসী যুবককে ছুরিকাঘাত

চট্টগ্রামের হাটহাজারীতে ফুটবল খেলা নিয়ে তৈরি বিবাদ নিরসনে চলছিল সালিস। এ সময় মো. মহিউদ্দিন (৩৫) নামের এক প্রবাসীকে ছুরিকাঘাত করা হয়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার আলীপুর গ্রামের পুরতন থানা সংলগ্ন বাইতুল ইজ্জত মসজিদের মাঠে এ ঘটনা ঘটে। আহত প্রবাসী মহিউদ্দিন চন্দ্রপুর গ্রামের হাজী বাড়ির মো. ইসহাকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গত ১৯ জুন বিকেলে পৌর এলাকার পুরাতন বিমান বন্দর সংলগ্ন মাঠে আলীপুর (ভূঁইয়া বাড়ি) ও চন্দ্রপুর (হাজী বাড়ি) গ্রামের যুবকদের মধ্যে ফুটবল খেলা নিয়ে বিবাদ সৃষ্টি হয়। পরে এ ঘটনা এলাকাভিত্তিক বিবাদে রূপ নেয়। বিবাদ মিমাংসা করতে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম জাকির, আওয়ামী লীগ নেতা মো. সোলাইমান সওদাগর, সমাজপতি মো. জমির ও থানার এসআই সিদ্দিকুর রহমানের উপস্থিতিতে সালিস শুরু হয়।

বৈঠক চলাকালে প্রবাসী মহিউদ্দিনের সঙ্গে মো. রুবেল নামের এক যুবকের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আলীপুর গ্রামের বাসিন্দা ভূঁইয়া বাড়ির মো. মারুফ তার হাতে থাকা চাকু দিকে প্রবাসী মহিউদ্দিনের ঊরুতে (হাঁটুর উপরে) ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে মহিউদ্দিন গুরুতর আহত হলে উপস্থিত ব্যক্তিরা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

এ ঘটনায় প্রবাসী মহিউদ্দিনের ছোট ভাই মো. নেজাম বাদী হয়ে থানায় মামলার প্রকৃয়া চালাচ্ছেন।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, প্রবাসীর পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো অভিযোগ বা মামালা করেনি। অভিযোগ বা মামালা পেলে তদন্ত সাপেক্ষ আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।