মুখোশ পরে ‘ডাচবধে’ নামবেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৪, ১৯:৫৬
শেয়ার :
মুখোশ পরে ‘ডাচবধে’ নামবেন এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে

ফরাসি শিবিরে গত কয়েক দিন ধরে তাদের সবচেয়ে বড় তারকা ও নির্ভরযোগ্য খেলোয়াড় কিলিয়ান এমবাপেকে আলোচনা চলছিল। এ আলোচনার মধ্যে ছিল- নেদারল্যান্ডসের বিরুদ্ধে কি এমবাপ্পে মাঠে নামবেন? যদি নামেন, তবে কি মুখোশ পরে খেলতে দেখা যাবে তাকে? আর একান্তই তিনি না খেললে আক্রমণে কতটা জোর দিতে পারবে দিদিয়ের দেশমের শীষ্যরা?

তবে সব জণল্পনা শেষে আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় লিপজিগে ডাচদের বিপক্ষে মাঠে নামছেন এমবাপ্পে। মুখোশ পরেই তিনি মাঠে নামবেন।

গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের অনুশীলন পর্বে স্বাভাবিকভাবেই অনুশীলনে নামতে দেখা গেছে এমবাপ্পেকে। মাঠে এসে দীর্ঘক্ষণ কোচ দেশমের সঙ্গে আলোচনা করেন তিনি। এরপর দলের সঙ্গে ওয়ার্মআপও করেন সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এ তারকা।

তবে গতকাল পুরোদমে প্র্যাকটিস শুরু হওয়ার পর আর সতীর্থদের পাশে দেখা যায়নি এমবাপ্পেকে। সে সময় নিজের মতো করে বল পায়ে অনুশীলন চালিয়ে গেছেন তিনি। এদিন শুরুতে নাকে প্লাস্টার লাগিয়ে মাঠে আসেন এমবাপ্পে। অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলার সময় প্রতিপক্ষ ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে নাকের হাড় ভেঙেছে তার।

পরে কোচ দেশম জানান, চোট সারাতে অস্ত্রোপচার করাতেই হবে। তবে এখনই এমবাপ্পের অস্ত্রোপচারের পক্ষে নয় ফরাসি ফুটবল ফেডারেশন। কারণ সেক্ষেত্রে ইউরোয় তার খেলা নিয়ে সংশয় দেখা দেবে। এই অবস্থায় তাকে মুখোশ পরিয়ে খেলানোর পরিকল্পনা নেওয়া হয়। পরের দিকে ফ্রান্সের জাতীয় পতাকার রংয়ের সেই মুখোশ পরেই অনুশীলন করেন এমবাপ্পে।

আজ রাতের ম্যাচে ডাচদের হারাতে পারলেই নকআউটে পৌঁছে যাবে ফ্রান্স। আপাতত সেদিকেই নজর রয়েছে দেশম।