মৌলভীবাজারে পানিবন্দি নিম্নাঞ্চলের ৩ লাখ মানুষ

মৌলভীবাজার প্রতিনিধি
২১ জুন ২০২৪, ১৯:২২
শেয়ার :
মৌলভীবাজারে পানিবন্দি নিম্নাঞ্চলের ৩ লাখ মানুষ

বৃষ্টিপাত না হওয়ার মৌলভীবাজারে কমছে নদ-নদীর পানি। ধলাই নদীর পানি কমে বিপৎসীমার ২৬০ সেন্টিমিটার নিচ দিয়ে ও মনু নদীর পানি শহরের চাঁদনীঘাট পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

এদিকে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ ও বড়লেখা উপজেলা। অকাল বন্যায় নিম্নাঞ্চলের সাড়ে ৩ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছেন।  

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০৫টি আশ্রয়কেন্দ্রে আজ শুক্রবার পর্যন্ত ৯ হাজার ৯৭৭ জন আশ্রয় নিয়েছেন। তারা সঙ্গে করে ২০০ গবাদিপশু নিয়ে এসেছেন। জেলার সাতটি উপজেলার ২০০টি প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র করা হয়েছে। পানিবন্দি হয়ে আছেন ৩ লাখ ৪৭ হাজার ৪০২ জন। বন্যা কবলিতদের মধ্যে বিতরণ করা হয়েছে ৪২২ মেট্রিক টন জি.আর চাল এবং ২ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। তবে ধীরগতিতে কমতে শুরু করেছে নদ নদীর পানি। বন্যার পানিতে ভোগান্তিতে রয়েছেন মৌলভীবাজারের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা।  


বন্যা কবলিতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের বড় মেয়ে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা ডায়না।