ডিমলায় বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত
ভারী বর্ষণ এবং উজানের ঢলে নীলফামারীর ডিমলা উপজেলার বুড়িতিস্তা নদীর বাঁধ ভেঙে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সুন্দর খাতা নামক স্থানে বুড়িতিস্তা নদীর মূল বাঁধের প্রায় ২০০ মিটার অংশ ভেঙে যায়।
স্থানীয়রা জানান, নদীর পানিতে তলিয়ে গেছে বেশ কিছু জমির ফসল ও আমন ধানের বীজতলা। প্রায় ৪০০ থেকে ৫০০ বিঘা আবাদী জমিতে পলি পরে নষ্ট হয়েছে। এছাড়া, প্রায় শতাধিক পুকুর ভেসে গেছে ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে।
সুন্দর খাতা গ্রামের স্থানীয় বাসিন্দা মোনতাজ আলী ও রফিকুল ইসলাম জানান, আগেও বাঁধটি ভেঙে প্রায় ২৫ বছর অনাবাদী ছিল হাজার একর জমি। অথচ টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেই কর্তৃপক্ষের। আমাদের সবসময় আতঙ্কে দিন কাটাতে হয়।
স্থানীয় কৃষক আব্দুর রহিম বলেন, আমন ধানের বীজতলা সব পানির নিচে তলিয়ে গেছে। এবার ধান কিভাবে রোপন করব তা ভেবেও পাচ্ছি না। প্রবল বর্ষণ ও উজানের ঢল নেমে আসায় বাঁধটি ভেঙে যায়। ভেঙে যাওয়া জায়গাটি দিয়ে প্রবলবেগে পানি ঢুকছে। বাড়িঘরে পানি উঠেছে। পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়স্থলে আসছি। পানি আরও বেশি হলে আমাদের কি হবে তা বলতে পারছি না। বাঁধটি জরুরি সংস্কার প্রয়োজন।
ডিমলা উপজেলার সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকার পানিবন্দি মানুষের জন্য শুকনা খাবার, স্যালাইনসহ বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছেন।
নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, বাঁধটি অনেক পুরনো হওয়ার কারণে ভেঙে গেছে। আমরা জরুরি পদক্ষেপ নিব।