বাকিতে বিড়ি না দেওয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা
সুনামগঞ্জের তাহিরপুরে বাকিতে বিড়ি না দেওয়ায় এমরান মিয়া (৩০) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের হুসনারঘাট গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এমরান ওই গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় ঘাতক উপজেলার বাদাঘাট ইউনিয়নের হোসনারঘাট গ্রামের লিটন মিয়াকে (৩৫) পুলিশ গ্রেপ্তার করেছে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হোসনারঘাট এলাকায় নিজ বসতঘরের ভেতর থাকা ছোট কক্ষে মুদির ব্যবসা করতেন এমরান মিয়া। আজ সকালে এমরানের বাড়িতে গিয়ে বাকিতে বিড়ি চান লিটন মিয়া। এ সময় নিহত এমরানের মা লিটনকে জানান, আগের বাকি পরিশোধ না করলে তাকে আর কোনো বাকি দেওয়া হবে না। এ কথা শুনে লিটন মিয়া প্রথমে এমরানের মার সঙ্গে বাকবিতণ্ডা শুরু করেন। পরে এমরান প্রতিবাদ করায় রাগান্বিত হয়ে যান লিটন। এ সময় লিটন মিয়া নিজের বাড়ি থেকে দা ও চুরি এনে এমরানের মাথায় ও বুকে আঘাত করেন। পরে এমরানের মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে লিটন পালিয়ে যায়। গুরুত্বর আহত এমরানকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গ্রামের বাসিন্দা মোহাম্মদ চানঁ মিয়া জানান,লিটন খুবই খারাপ প্রকৃতির লোক। সে এর আগেও এলাকায় অনেককেই আঘাত করে আহত করেছেন। নিহত এমরানের বাবা চোখে দেখে না। তার ছোট তিনটি মেয়ে রয়েছে।’
নিহত এমরানের বাবা সাজিদ মিয়া বলেন, ‘আমার ছেলেকে যে হত্যা করেছে তার ফাঁসি দাবি করছি। যাতে করে আমার মতো আর কোনো বাবা এভাবে সন্তানহারা হতে না হয়।’
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিটন মিয়াকে আটক করা হয়েছে। হত্যার ব্যবহৃত দা ও চুরি উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।