উত্তাল সমুদ্রে পর্যটকদের উল্লাস
বৈরী আবহাওয়ায় উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। উত্তাল সমুদ্রে সমুদ্রস্নানে নেমে বাধভাঙা উল্লাসে মেতেছেন পটুয়াখালীর কুয়াকাটায় ঘুরতো আসা পর্যটকরা। উত্তাল সমুদ্রে ঢেউয়ের সঙ্গে নেচে গেয়ে সমুদ্রে গোসল, ঘুরে বেড়ানো এবং বৈরী আবহাওয়া উপভোগ করতেই যেন এসেছেন তারা।
আজ শুক্রবার দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় দেখা যায় হাজার হাজার পর্যটক সৈকতে গোসল করতে নেমেছেন। বড় বড় ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতেছেন তারা। সমুদ্রের বিশাল বিশাল ঢেউ যেন পর্যটকদের ভয়ের চেয়ে আনন্দ যোগাচ্ছে বেশি। পুরো সৈকত এলাকায় পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
ঢাকার বনশ্রী থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা ওমর ফারুক খান বলেন, ‘গতকাল প্রচুর বৃষ্টি ছিল যে কারণে সমুদ্রে নামতে পারিনি। আজকে বাচ্চাদের অনুরোধে গোছল করতে নামতে হলো। সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে তাই সাবধানতার সঙ্গেই সৈকতের কাছাকাছি থেকে আনন্দ করছি। বৃষ্টিতে কুয়াকাটার এসে বেশ ভালোই লাগছে।’
বরিশালের গৌরনদী থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা কলেজছাত্র সাজ্জাদ ইশতিয়াক বলেন, ‘আমরা অনেকবার কুয়াকাটায় এসেছি। কুয়াকাটা আমাদের সবার কাছে পছন্দের একটি জায়গা। উত্তাল সমুদ্রে গোছল করতেই আনন্দ বেশি, সমুদ্র ঠাণ্ডা থাকলে খুব বেশি আনন্দ করা যায় না আর আমরা সকলেই সাঁতার জানি তাই সমস্যা হবে না আশা করছি।’
কুয়াকাটা হোটেল-মোটেল মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদ পরবর্তী ছুটিকে কেন্দ্র করে ঈদের পরের দুদিন তেমন পর্যটকদের আগমন ঘটেনি, কিন্তু সাপ্তাহিক ছুটি শুক্রবারকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার থেকে পর্যটকদের ভিড় বাড়তে থাকে।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের অর্থ-সম্পাদক রাসেল খান জানান, বৈরি আবহাওয়ার কারণে আমাদের প্রত্যাশা অনুযায়ী পর্যটক ঈদ পরবর্তী ছুটিতে আসেনি। তবে শুক্রবার বন্ধের দিন উপলক্ষে পর্যটকদের উপস্থিতি কিছুটা চোখে পড়ার মতো। আশা করছি সামনের দিনগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা কুয়াকাটায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসবেন।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, বৈরী আবহাওয়ায় সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে। আমরা পর্যটকদের বারবার মাইকিং করে সাবধান করছি তারা যাতে সৈকতের কাছাকাছি থেকে সমুদ্রে গোছল করেন। আমাদের বেশ কয়েকটি টিম সৈকত এলাকায় সার্বক্ষণিক টহলে রয়েছে এবং পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সব মিলিয়ে পর্যটকরা নিরাপদ ও স্বাচ্ছন্দে কুয়াকাটা ভ্রমণ করছে।