বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী এখন স্টার্ক, তিনে সাকিব

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৪, ১০:১৯
শেয়ার :
বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী এখন স্টার্ক, তিনে সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওভারেই মিচেল স্টার্কের হাতে বল তুলে দেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ। হতাশ করেননি এই পেসার। ইনিংসের তৃতীয় বলেই শূন্য রানে ফেরান তানজিদ হাসান তামিমকে। এই উইকেটের মাধ্যমে একটি রেকর্ডে সবাইকে ছাড়িয়ে শীর্ষস্থানে এখন শুধুই স্টার্ক। 

ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণের বিশ্বকাপ মিলিয়ে সর্বোচ্চ উইকেটের মালিক এখন স্টার্ক। অস্ট্রেলিয়ার গতিময় এই পেসারের উইকেটসংখ্যা এখন ৯৫টি। ৫২ ম্যাচে এই রেকর্ড গড়লেন তিনি। স্টার্ক ছাড়িয়ে গেছেন শ্রীলংকার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে। ঝাকড়া চুলের এই পেসারের দখলে ৯৪টি বিশ্বকাপ উইকেট। 

এখনো পর্যন্ত ৮টি বিশ্বকাপে খেলেছেন স্টার্ক। এর মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে বিশ্বকাপ। ২০১২ সালে বিশ্বকাপের মঞ্চে আবির্ভূত হয়েছিলেন স্টার্ক। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেবার আয়ারল্যান্ডের পল স্টার্লিং ছিল স্টার্কের প্রথম শিকার। এখনো পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে ৬৫ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩০ উইকেট নিয়েছেন স্টার্ক।  

অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে ২০১৫ সালের বিশ্বকাপ জিততে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন স্টার্ক। হয়েছিলেন সর্বোচ্চ উইকেটশিকারী। ২০১৯ সালের বিশ্বকাপেও সবচেয়ে বেশি উইকেট ছিল স্টার্কের। ওয়ানডে বিশ্বকাপে স্টার্কের চেয়ে বেশি উইকেট কেবল গ্লেন ম্যাকগ্রা (৭১) ও মুত্তিয়া মুরালিধরনের (৬৮)। 

বিশ্বকাপে উইকেট সংগ্রহে দুইয়ে থাকা মালিঙ্গার পরই আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। বাঁহাতি এই স্পিনার ২৭.১৮ গড়ে নিয়েছেন ৯২ উইকেট। এর মধ্যে ওয়ানডেতে ৪৩টি ও টি-টোয়েন্টিতে ৪৯ উইকেট তার। চারে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। ওয়ানডেতে ৫৩ ও টি-টোয়েন্টিতে ৩৪; মোট ৮৭ উইকেট বোল্টের দখলে। পরের স্থানটি মুত্তিয়া মুরালিধরনের। ওয়ানডে বিশ্বকাপে ৬৮ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ১১টি সহ মোট ৭৯ উইকেট তার।