আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছে: সাবেক পররাষ্ট্রমন্ত্রী
আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য (এমপি) ড. এ কে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের বাজেট আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
দুর্নীতির কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে উল্লেখ করে এ সময় দুর্নীতিবাজ আমলাদের থামাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতি বছর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব প্রদান বাধ্যতামূলক করা দরকার। সরকারি প্রকল্পের ব্যয় কমানো ও রাজস্ব বাড়ানোর দিকে নজর দেওয়ার তাগিদ দেন তিনি।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘জনগণ দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে অসহায়। উৎপাদন ঠিকঠাক থাকার পরও কেন সবকিছুর দাম বাড়ে, তা ভাবা দরকার।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, দুর্নীতিবাজদের কঠোর শাস্তির আওতায় আনলেই দুর্নীতি কমবে।
ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগের বিষয়ে প্রশ্ন তুলে সাবেক এ মন্ত্রী বলেন, এতে সৎ করদাতারা নিরুৎসাহিত হবেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?