প্রেমের সম্পর্ক নিয়ে সংঘর্ষে আহত রুবেল মারা গেছেন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
২০ জুন ২০২৪, ১৮:২৮
শেয়ার :
প্রেমের সম্পর্ক নিয়ে সংঘর্ষে আহত রুবেল মারা গেছেন

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রেমের সম্পর্ক নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত রুবেল মিয়া (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ বৃহস্পতিাবর সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান রুবেল মিয়া। পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণপুর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান। তিনি বলেন, প্রেমঘটিত বিষয় নিয়ে ঈদের পরের দিন দুপুরে বোর্ডের বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের প্রায় ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর আঘাত পাওয়া রুবেলকে রংপরে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎধীন অবস্থায় আজ সকালে রুবেল মারা যান।