প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
২০ জুন ২০২৪, ১৮:০২
শেয়ার :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেনাবাহিনীর বিদায়ী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় এস এম শফিউদ্দিন আহমেদের পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

২০২১ সালের ১০ জুন সেনাপ্রধান হিসেবে এস এম শফিউদ্দিন আহমেদকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত ১১ জুন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে সেনাবাহিনীর নতুন প্রধান করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আনুষ্ঠানিকভাবে এখনো তিনি দায়িত্ব গ্রহণ করেননি।