কারও প্রশ্নের জবাব দেব না, ছাগলকাণ্ড নিয়ে এনবিআর চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
২০ জুন ২০২৪, ১৫:৫৭
শেয়ার :
কারও প্রশ্নের জবাব দেব না, ছাগলকাণ্ড নিয়ে এনবিআর চেয়ারম্যান

কোরবানির জন্য রাজধানীর সাদিক এগ্রো থেকে ১২ লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন মুশফিকুর রহমান ইফাত নামের এক যুবক। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানের ছেলে বলে সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে। তবে এনবিআরের কর্মকর্তা দাবি করেছেন ইফাত তার সন্তান নন।

এ বিষয় নিয়ে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট আয়োজিত এক সেমিনার শেষে ছাগলকাণ্ড নিয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন।

জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমি কারও প্রশ্নের জবাব দেব না। এটা কোনো প্রশ্ন নয়।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ছাগলের ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, একটি ছেলে ছাগলটিকে ধরে রয়েছে। তার পাশেই দাঁড়িয়ে আছেন সাদিক এগ্রোর কর্ণধার মোহাম্মদ ইমরান হোসাইন। বিটল প্রজাতির ওই খাসিটির দাম ১৫ লাখ টাকা চেয়েছিল সাদিক এগ্রো। পরে ইফাতের সঙ্গে ১২ লাখ টাকায় বিক্রির চুক্তি হয় তাদের।

সাদিক এগ্রোর কর্ণধার মোহাম্মদ ইমরান হোসাইন জানান, আলোচিত যুবক ইফাত ১ লাখ টাকা দিয়ে ছাগলটি বুক করেছিলেন। এখন পর্যন্ত তিনি পুরো টাকা পরিশোধ করে ছাগলটিকে খামার থেকে নিয়ে যাননি।