মোদির সঙ্গে প্রেম করছেন শ্রদ্ধা কাপুর!

বিনোদন ডেস্ক
২০ জুন ২০২৪, ১৩:২৬
শেয়ার :
মোদির সঙ্গে প্রেম করছেন শ্রদ্ধা কাপুর!

দীর্ঘদিন থেকেই গুঞ্জন চলছিল মোদির সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তবে কখনও এ বিষয়ে মুখ খোলেননি নায়িকা। এবার নিরবতা ভেঙে সরব হলেন। সম্পর্কে দিলেন সীলমোহর। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, শ্রদ্ধার নতুন প্রেমিকের নাম রাহুল মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রাহুল মোদির সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন শ্রদ্ধা। নতুন ছবিতে তাদের সাদা পোশাকে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে। শ্রদ্ধা রাহুলের হাত ধরে হাসছেন। 

সেখানে ক্যাপশনে শ্রদ্ধা লিখেছেন, ‘দিল রাখ লে, নিন্দ তো ওয়াপাস দে ইয়ার (আমার হৃদয় কেড়ে নাও, অন্তত আমার ঘুমটা ফিরিয়ে দাও)।’ সঙ্গে হাসি মুখ আর লাল হৃদয়ের ইমোটিকন।

রাহুল একজন চিত্রনাট্যকর। শ্রদ্ধা কাপুর অভিনীত ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির চিত্রনাট্য তার করা। মূলত এই সিনেমার সেটে দুজনের প্রথম দেখা হয়। সেখান থেকে শুরু হয় বন্ধুত্ব। তারপর প্রেম।

এতদিন প্রেমের কথা স্বীকার করেননি শ্রদ্ধা। তবে কখনও নৈশভোজে, কখনও আবার রাহুলের বাড়ি থেকে ছবি প্রকাশ করতে দেখা গেছে তাকে। ফলে স্বাভাবিকভাবেই অনেকে দুয়ে দুয়ে চার মিলিয়েছেন। যদিও তারা এতদিন এ নিয়ে চুপ ছিলেন। তবে এখন নিরবতা ভেঙে সম্পর্কে সিলমোহর দিলেন।

এর আগে ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠার সঙ্গে সম্পর্কে জড়িছিলেন শ্রদ্ধা কাপুর। ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়। তারও বহু আগে শোনা গিয়েছিল অভিনেতা-নির্মাতা-গায়ক ফারহান আখতারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। এখন দেখার পালা নতুন প্রেমের সফল পরিণতি হয় কি না!