হিন্দিতে মুক্তি পেল ‘সুলতানপুর’
গেল বছর ২ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সৈকত নাসিরের পলিটিক্যাল থ্রিলার সিনেমা ‘সুলতানপুর’। দুই দেশের সীমান্তবর্তী একটি এলাকার রোমাঞ্চকর গল্প নিয়ে তৈরি হয়েছে এটি।
দেশে মুক্তির এক বছর পর ‘সুলতানপুর’ নিয়ে সুখবর দিলেন নির্মাতা সৈকত নাসির। তার ভাষ্য, ‘সুলতানপুর দেশে মুক্তির পর থেকেই ভারতের বেশ কয়েকটি বড় প্রযোজনা সংস্থা থেকে হিন্দি ভাষায় মুক্তির জন্য যোগাযোগ করে। অবশেষে ভারতের অনলাইন প্ল্যাটফর্ম “আল্ট্রার”র সঙ্গে চুক্তি হয়েছে। এরই মধ্যে হিন্দি ভাষায় এর ডাবিং করে মুক্তি দেওয়া হয়েছে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সিনেমায় সুমন ফারুকের বিপরীতে দেখা গেছে অধরা খানকে। আরও আছেন আশীষ খন্দকার, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধারা।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
অভিনেতা সুমন জানান, শুধু হিন্দি ভাষায়ই নয়, অচিরেই ‘সুলতানপুর’ মুক্তি পাবে চায়নিজ ভাষায়ও। ইতিমধ্যেই চায়নার নামকরা একটি কোম্পানির সঙ্গে চূড়ান্ত আলাপও সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’