ছাগলকাণ্ডে ভাইরাল ওই ছেলে আমার সন্তান নয়: এনবিআর কর্মকর্তা

অনলাইন ডেস্ক
১৯ জুন ২০২৪, ১৬:৫৯
শেয়ার :
ছাগলকাণ্ডে ভাইরাল ওই ছেলে আমার সন্তান নয়: এনবিআর কর্মকর্তা

কোরবানির জন্য রাজধানীর সাদিক এগ্রো থেকে ১২ লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে আলোচনা-সমালোচনায় ভাসছেন মুশফিকুর রহমান ইফাত নামের এক যুবক। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানের ছেলে বলেও দাবি করেন অনেকে। তবে এনবিআরের এ কর্মকর্তার জানিয়েছেন, ছেলেটি তার নয়।

মতিউর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘ছাগলকাণ্ডে ভাইরাল ওই ছেলেকে আমি চিনি না। সে আমার সন্তান নয়। আমার নাম জড়ানোয় আমি ও আমার পরিবার অনেক বিব্রত।’

সাদিক এগ্রোর কর্ণধার মোহাম্মদ ইমরান হোসাইন জানান, আলোচিত যুবক ইফাত ১ লাখ টাকা দিয়ে ছাগলটি বুক করেছিলেন। এখন পর্যন্ত তিনি পুরো টাকা পরিশোধ করে ছাগলটিকে খামার থেকে নিয়ে যাননি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ১২ লাখ টাকা দামের এই ছাগলের ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, একটি ছেলে ছাগলটিকে ধরে রয়েছে। তাঁর পাশেই দাঁড়িয়ে আছেন ইমরান হোসাইন।

বিটল প্রজাতির ওই খাসিটির দাম ১৫ লাখ টাকা চেয়েছিল সাদিক এগ্রো। পরে ইফাতের সঙ্গে ১২ লাখ টাকায় বিক্রির চুক্তি হয় তাদের। তবে ছাগলটির মূল্য ও এর ক্রেতাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ‍সৃষ্টি হয়েছে। এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে তার বাবা পারিচয় দিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন স্ট্যাটাস দেওয়া হয়েছে।

আলোচিত ওই ধূসর বাদামি রঙের ছাগলটির ওজন ১৭৫ কিলোগ্রাম এবং উচ্চতা ৬২ ইঞ্চি। প্রায় দুই মাস আগে এটিকে যশোরের একটি হাট থেকে ১০ লাখ ৩৫ হাজার টাকায় কেনে সাদিক এগ্রো।