ঈদের তৃতীয় দিনে যা থাকছে টিভিতে
ঈদুল আজহা উপলক্ষে বর্ণাঢ্য সব আয়োজন দিয়ে সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। এক নজরে দেখে নেওয়া যাক ঈদের তৃতীয় দিনে কী থাকছে ছোট পর্দায়-
বিটিভি
দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে সংগীতানুষ্ঠান ‘কাঁচা সোনা’। বিকেল ৬টা ২০ মিনিটে থাকছে ‘ঈদ আড্ডা’। সন্ধ্যা ৭টায় প্রচার হবে ব্যান্ড শো ‘মিউজিক্যাল এক্সপ্রেস (পর্ব-৩)’। রাত সাড়ে ৮টায় প্রচার হবে নাটক ‘প্রায়শ্চিত্ত’। রাত সাড়ে ৯টায় থাকছে ‘ছায়াছন্দ (পর্ব-৩)’। রাত ১০টা ২০ মিনিটে রয়েছে সরাসরি সংগীতানুষ্ঠান। অংশগ্রহণে সন্দীপন দাশ, নিশিতা বড়ুয়া ও পুলক অধিকারী।
চ্যানেল আই
নাটক ‘বিউটি কুইন’। রচনা ও পরিচালনায় প্রীতি দত্ত। অভিনয়ে খায়রুল বাশার, তানজিন তিশা, রিমু রোজা খন্দকার। প্রচার হবে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। নাটক ‘অর্ধাঙ্গিনী’। রচনা ও পরিচালনায় মাসরিকুল আলম। অভিনয়ে সাবিলা নূর, আবু হুরায়রা তানভীর, শিল্পী সরকার অপু, পারভেজ সুমন, আনোয়ার শাহী প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।
এটিএন বাংলা
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে থাকছে নাটক ‘শুরুর দিনগুলি’। রহমান মোস্তাফিজ পাভেল রচনায় এটি পরিচালনা করেছেন মিশুক মিঠু। অভিনয়ে তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ। টেলিছবি ‘যেমন জামাই তেমন বউ’ প্রচার হবে রাত সাড়ে ১১টায়। পরিচালনা আদিবাসী মিজান। অভিনয়ে জাহের আলভী, তিথি।
বাংলাভিশন
টেলিছবি ‘আমার সুন্দরী বউরা’ প্রচার হবে দুপুর ২টা ১০ মিনিটে। রচনা সুজিত বিশ্বাস, পরিচালনা তাইফুর জাহান আশিক। অভিনয়ে মোশাররফ করিম, তানহা তাসনিয়া। বিকেল ৫টা ২৫ মিনিটে প্রচার হবে নাটক ‘অভিমান’। পরিচালনা রুবেল আনুশ। অভিনয়ে ইয়াশ রোহান, তানহা। নাটক ‘লুঙ্গিম্যান’ প্রচার হবে রাত ৭টা ৪৫ মিনিটে। রচনা গোলাম সারোয়ার অনিক, পরিচালনা মাইদুল রাকিব। অভিনয়ে নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক ‘পাখির মতন মন’ থাকছে রাত ১০টা ৪০ মিনিটে। রচনা ও পরিচালনা মোহন আহমেদ। অভিনয়ে নিলয় আলমগীর, সামিরা খান মাহি। নাটক ‘বেলেম গেম’ প্রচার হবে রাত ১১টা ৩৫ মিনিটে। পরিচালনা রুবেল হাসান। অভিনয়ে খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী।
বৈশাখী টেলিভিশন
দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে সিনেমা ‘হৃদয়ের কথা’। এসএ হক অলিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা, মৌসুমী প্রমুখ। রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে নাটক ‘পুত্রবধু’। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা রহমান, হান্নান শেলী, শফিক খান দিলু প্রমুখ। পরিচালনা মহিন খান। রাত ৯টা ৫০ মিনিটে থাকছে নাটক ‘সামার ব্রেক’। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, কেয়া পায়েল প্রমুখ। পরিচালনায় সাজ্জাদ হোসাইন বাপ্পী। রাত ১১টা ৩৫ মিনিটে মেগা নাটক ‘আমি মানুষ’। অভিনয়ে আরফান আহমেদ, সাবেরী আলম, মৌটুসী বিশ্বাস, অলিউল হক রুমি, অনুভব, হারাধন, সমু চৌধুরী প্রমুখ। পরিচালনায় রূপক বিন রউফ।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
মাছরাঙা টিভি
দুপুর ২টা ১০ মিনিটে থাকছে সিনেমা ‘রংবাজ’। কেন্দ্রীয় চরিত্রে শাকিব খান ও বুবলী। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘হৃদয়ে হৃদয়’। অভিনয়ে জোভান, নাজনীন নিহা। রাত ৮টায় নাটক ‘আহা মজিদ’। অভিনয়ে নিলয়, তানিয়া বৃষ্টি। রাত ১০টা ২০ মিনিটে নাটক ‘তানসেনের একটি মুদ্রাদোষ ছিল’। অভিনয়ে মারজুক রাসেল, সালহা নাদিয়া। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘ভিতরে বাহিরে’। অভিনয়ে জোভান, তটিনী।
এনটিভি
দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে টেলিফিল্ম ‘তুমি আমার জান’। পরিচালনায় মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে আরশ খান, সামিরা খান মাহি, শামীম আহমেদ। বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে সিনেমা ‘শিকারী’। পরিচালনায় জয়দেব মুখার্জি। অভিনয়ে শাকিব খান, শ্রাবন্তী, সব্যসাচী, অমিত হাসান প্রমুখ। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে নাটক ‘রোদ বৃষ্টির গল্প’। পরিচালনায় সুব্রত সঞ্জীব। অভিনয়ে খায়রুল বাসার, সাদিয়া আয়মান, সাদ্দাম মাল, দেবাশীষ চক্রবর্তী, রিয়া প্রমুখ। রাত ৯টা ১৫ মিনিটে নাটক ‘দম’। পরিচালনায় রুবেল আনুশ। অভিনয়ে মুশফিক ফারহান, সাফা কবির, মিলি বাশার, মনিরা মিঠু প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে নাটক ‘পাত্তা পায় না সাত্তার ভাই’। পরিচালনায় শামস করিম। অভিনয়ে মোশাররফ করিম, জান্নাতুল সুমাইয়া হিমি, মিলি বাশার প্রমুখ। রাত ১২টা ২০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘আমাদের গান’। গান শোনাবেন মিলন মাহমুদ, সাদিয়া লিজা, নিশি শ্রাবনী, সানজিদা রিমি, দীপ্র ও দূর্জয় বড়ুয়া।
আরটিভি
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
দুপুর ২টা ১০ মিনিটে দেখানো হবে সিনেমা ‘পোড়ামন ২’। অভিনয়ে সিয়াম আহমেদ, পূজা চেরী। বিকেল সাড়ে ৫টায় ‘রাজনীতির ছন্দে, ঈদ আনন্দে’। উপস্থাপনায় সৈয়দ আশিক রহমান। সন্ধ্যা সাড়ে ৭টায় নাটক ‘রেড রোজ’। পরিচালক ইমরাউল রাফাত। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, রুকাইয়া জাহান চমক। রাত সাড়ে ৮টায় নাটক ‘বাজাও বিয়ের বাজনা’। পরিচালনায় প্রীতি দত্ত। অভিনয় করেছেন নিলয় আলমগীর, তাসনুভা তিশা। রাত সাড়ে ৯টায় নাটক ‘মন খারাপের দিন’। পরিচালনায় আহমেদ শুভ। অভিনয়ে সাদিয়া আয়মান, ইরফান সাজ্জাদ। রাত ১১টায় নাটক ‘রঙ্গিলা মজিদ’। পরিচালনায় শামীম জামান। অভিনয়ে মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা।