টাঙ্গুয়ার হাওরে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় টাংগুয়ার হাওরসহ তাহিরপুর উপজেলার সকল পর্যটন স্পটে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারী করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা পারভিন এ নিষেধাজ্ঞা জারি করেন।
দুপুরে জেলার শহরের ষোলঘর পয়েন্ট সুরমা নদীর পানি বিপদ সীমানা ৬৯ সেন্টিমিটার ও জেলার ছাতক উপজেলার সুরমা নদীতে ১৪৯ সেন্টিমিটারের উপর দিয়ে ঢলের পানি ভাটির দিকে প্রবাহিত হচ্ছে।
টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নের নিম্নাঞ্চলের বিভিন্ন গ্রাম, সড়ক পানিতে তলিয়ে গেছে। জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে উপজেলার বাসিন্দারা বন্যার ঝুঁকির মধ্যে রয়েছে। উপজেলার লাখ লাখ মানুষ ২০২২ সালের বন্যার মত হবার আশঙ্কায় উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন। ২০২২সালে এমনভাবেই টানা বৃষ্টি ও ভারত থেকে পানি এসে ভয়াবহ বন্যা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন জানান, এই উপজেলার পাহাড়ি ঢলের পানি বৃদ্ধি পাওয়ার পর্যটকদের আগমনে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। এছাড়া বন্যা পরিস্থিতি মোকাবিলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উপজেলার আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।