রাজবাড়ীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

রাজবাড়ী প্রতিনিধি
১৮ জুন ২০২৪, ২০:৫৩
শেয়ার :
রাজবাড়ীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

রাজবাড়ীর পাংশায় মারুফ হাসান সুমন (৩৫) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে পাংশা উপজেলার পাট্রা বাজারে এ ঘটনা ঘটে।

সুমন পাংশা উপজেলার পাট্রা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ও পাট্রা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। বর্তমানে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে সকাল ৯টার দিকে পাট্রা বাজারে চাইনিজ কুড়াল দিয়ে হাতের কনুইয়ের নিচে, মাথায়, বাম হাতে কুপিয়ে জখম করাসহ পিটিয়ে ডান হাত ও ডান পা ভেঙে দেয় স্থানীয় সোহেল, সজিবসহ কয়েকজন। তখন স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ’

তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানান তিনি।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, খবর পেয়ে বিকেলে হাসপাতালে দেখতে যান রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলামসহ নেতাকর্মীরা।

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন বলেন, ‘বিনা অপরাধে বিএনপি নেতা মারুফ হাসান সুমনের ডান হাত, ডান পা ভেঙে দেওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেছে। এ ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত সকলের বিচার দাবি করছি।’