রাজনীতি নিয়ে আলাপ হয়নি, আমাদের নেত্রীও করেননি: মোশাররফ হোসেন

নিজস্ব প্রতিবেদক
১৭ জুন ২০২৪, ২৩:৫৮
শেয়ার :
রাজনীতি নিয়ে আলাপ হয়নি, আমাদের নেত্রীও করেননি: মোশাররফ হোসেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিয়ম করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। 

আজ সোমবার খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এ শুভেচ্ছা বিনিয়ম হয়। সেখানে থেকে বেরিয়ে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আমরা ঈদের শুভেচ্ছা জানানোর জন্য সেখানে গিয়েছিলাম। প্রতি বছরই আমরা ঈদের শুভেচ্ছা জানাতে একত্রিত হই। কিন্তু এখানে রাজনীতি নিয়ে আলাপ করি না। আমাদের নেত্রীও রাজনীতি আলাপ করেন না। আজকেও তাই হয়েছে।’

বর্তমানে দেশের মানুষের যে অর্থনৈতিক অবস্থা তা খুবই খারাপ বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ নেতা বলেন, ‘আজকে যে ঈদ, তা দেশবাসী আনন্দ সঙ্গে পালন করতে পারেনি। সবাই কষ্টে আছে। আমরা সবাই কষ্টে আছি। আমাদের নেত্রীও এই নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।’ 

ড. খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, ‘তিনি (খালেদা জিয়া) দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। দলের নেতাকর্মীদেরও শুভেচ্ছা জানিয়েছেন।’

‘ভবিষ্যতে বাংলাদেশের মানুষ যেভাবে চায়, সেভাবে যাতে অর্থনৈতিক, সামাজিকক উন্নতি হয়ে সবাই যেন আনন্দের সঙ্গে ঈদ পালন করতে পারে, তার জন্য দোয়া করেছেন আমাদের নেত্রী।’ যোগ করেন তিনি।

স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাতের পরে দলের ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা সুজা উদ্দিন, আবদুল কাইয়ুম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের আগের দিন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদও গুলশানের বাসায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগে ভুগছেন। তিনি গুলশানের বাসা ফিরোজায় থাকছেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে রয়েছেন।