ঈদের জামাতে এমপি আনারের স্মরণে কাঁদলেন মেয়র আশরাফ
ঈদের জামাতে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের স্মরণে কান্নায় ভেঙ্গে পড়লেন কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ।
তিনি বলেন, ঈদের সময় নির্বাচনী এলাকা সবার সঙ্গে কুশল বিনিময় করতেন এমপি আনার। জামাত শেষে কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করতেন। মোটরসাইকেল নিজে চালিয়ে ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকা প্রতিটা গ্রামের সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করতেন। আজ তিনি নেই এই কথা ভাবতে পারছে না তার নির্বাচনী এলাকার মানুষ।
এ সময় উপস্থিত অন্যরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন এবং তার আত্মার শান্তি কামনায় দোয়া করেন।