দার্জিলিংয়ে যাত্রীবাহী ট্রেনের পেছনে মালগাড়ির ধাক্কা, বহু হতাহতের আশঙ্কা
ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে একটি যাত্রীবাহী ট্রেনের পেছনে একটি মালগাড়ি ধাক্কা দিয়েছে। এ ঘটনায় ৫ যাত্রীর মৃত্যু হয়েছে। বহু যাত্রী আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
আজ সোমবার সকাল পৌনে ৯টা দিকে দার্জিলিংয়ের রাঙাপানিতে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে একটি মালগাড়ি ধাক্কা দেয়। এতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটো বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। দুমড়ে মুচড়ে যায় এক্সপ্রেসের মোট তিনটি কামরা। বিকট আওয়াজ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রের খবর, এ দিন শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে রাঙাপানিতে পৌঁছতেই পেছন দিক থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে। যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে, কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইন সেটাই। ফলে আপাতত দূরপাল্লার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছেl
সিগনালিং সিস্টেমের গাফিলতি নাকি দুর্ঘটনার পেছনে অন্য কোন কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে এ প্রসঙ্গে পোস্ট করে তিনি লিখেছেন, ‘দার্জিলিংয়ে ট্রেন দুর্ঘটনার খবর পেলাম। এখনো বিস্তারিত জানতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা মেরেছে শুনেছি। ইতিমধ্যে ঘটনাস্থলে জেলাশাসক, এসপি, চিকিৎসক ও অ্যাম্বুল্যান্স পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!