জাতীয় ঈদগাহ ময়দানকেন্দ্রিক ডিএমপির ট্রাফিক নির্দেশনা
দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে আগামীকাল সোমবার। এদিন রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে। এই জামাতে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, মুসলিম দেশগুলোর কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিরা।
সোমবার জাতীয় ঈদগাহ ময়দানে গমনাগমন বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগের পক্ষ থেকে কিছু ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় মৎস্য ভবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাঁটাবন ক্রসিংয়ে ডাইভারশন দেওয়া হবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এছাড়া ঈদ জামাতে আগত গাড়িগুলো জিমনেশিয়াম মাঠ, ফুলার রোড, মুহসীন হল মাঠে পার্কিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।
উপরে উল্লেখিত যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করার বিষয়ে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?