সৌদির সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জে ঈদ উদযাপন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ জুন ২০২৪, ১২:৪৭
শেয়ার :
সৌদির সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জে ঈদ উদযাপন

অন্যান্য বারের মত এবারও নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।  

আজ রবিবার সকাল সাড়ে ৯টায় হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা ঈদের নামাজ আদায় করেন। জামাতে ইমামের দায়িত্ব পালন করেন মুফতি মাওলানা শাহাবুদ্দিন। 

জামাতে অংশ নিতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ,পুরান ঢাকা, ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, বন্দর , আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলা থেকে মুসল্লিরা অংশ নেন।

নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ, দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত শেষে পশু কোরবানি দেওয়া হয়।