এসি বিস্ফোরণ: একে একে চলে গেলেন চারজন
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় এসি বিস্ফোরণে দগ্ধ রুকসি আক্তার নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
আজ রবিবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ একে একে চারজনেরই মৃত্যু হলো।
এর আগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রুকসির ছেলে শিশু আয়ান (৩)। বোন ফুতু আক্তার ও বাবা আব্দুল মান্নান (৬০)
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, বিষয়টি ভাটারা থানাকে অবগত করা হয়েছে।
রুকসি আক্তারের দেবর আহমেদ মোস্তফা জানান, তার ভাবি রকসির ব্রেইন টিউমার হয়েছিল। এভারকেয়ার হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। ১ জুন সপরিবারে গ্রাম থেকে ঢাকায় আসেন। হাসপাতালসংলগ্ন ভবনের নিচতলায় একটি বাসায় ভাড়ায় উঠেন। সেখান থেকে নিয়মিত এভারকেয়ার হাসপাতালে যাতায়াত করতেন। গত ১০ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?