মন্ত্রীর বাসার লিফটে সরকারি কর্মকর্তাকে আরেক কর্মকর্তার মারধর
রাজধানীর পরীবাগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমানের বাসার লিফটে প্রাণিসম্পদ অধিদপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে আরেক কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর পরীবাগ এলাকার দিগন্ত টাওয়ারে মন্ত্রীর বাসার লিফটে এ ঘটনা ঘটে। এ অভিযোগে গতকাল শুক্রবার শাহবাগ থানায় হত্যাচেষ্টার মামলা করেছেন মারধরের শিকার কর্মকর্তা।
মারধরের শিকার কর্মকর্তা নাম প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মলয় কুমার শূর। আর অভিযুক্ত কর্মকর্তা হলেন মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (লিভ, ডেপুটেশন অ্যান্ড ট্রেনিং রিজার্ভ) মো. আজিজুল ইসলাম।
মামলায় মলয় কুমার শূর অভিযোগ করেন, মন্ত্রীর ডাকে তিনি গত বৃহস্পতিবার রাতে পরীবাগে যান। রাত ৯টার দিকে মন্ত্রীর সঙ্গে কথা বলে তিনি লিফটে বাসার নিচে নামেন। লিফট থেকে বের হওয়ার মুখে আজিজুল তাকে আঘাত করেন। তাকে হত্যার উদ্দেশ্যে মাথা ও নাকে আঘাত করেন আজিজুল। এতে তিনি গুরুতর আহত হন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
মলয় কুমার অভিযোগ করেন, তিনি এ সময় চিৎকার করলে নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করে। তবে আজিজুল তাকে আরও ভয়ভীতি দেখিয়ে ও হত্যার হুমকি দিয়ে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আজিজুলের আঘাতে তার মুখমণ্ডল ফেটে যায়, চিকিৎসক তাতে সেলাই দিয়েছে। এ ছাড়া বুক ও শরীরের বিভিন্ন স্থানে তাঁর আঘাত রয়েছে।
মামলার তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান বলেন, ‘একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?