ওয়ানাড থেকে লড়ার গুঞ্জন

সংসদীয় রাজনীতিতে আসছেন প্রিয়াংকা!

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২৪, ০০:০০
শেয়ার :
ওয়ানাড থেকে লড়ার গুঞ্জন

কংগ্রেসের শীর্ষনেত্রী প্রিয়াংকা গান্ধী সাংগঠনিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদে নাম লিখিয়েছেন অনেক আগেই। কিন্তু বেশ কয়েকবার লোকসভা নির্বাচনে লড়াইয়ের কথা উঠলেও তা হয়ে ওঠেনি। এবার লোকসভা নির্বাচনের আগেও জোর গুঞ্জন উঠেছিলÑ উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে লড়বেন। ২০০৪ সাল থেকে রায়বেরেলি থেকে নির্বাচিত সোনিয়া গান্ধী এবার লোকসভায় লড়ছেন না। এবার তিনি রাজ্যসভার সদস্য হয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত প্রিয়াংকা সেখান থেকে প্রার্থী হননি।

সূত্রের খবর দিয়ে এনডিটিভি জানিয়েছে, এবার কেরালার ওয়ানাড আসন থেকে লড়তে পারেন প্রিয়াংকা গান্ধী। এক্ষেত্রে রাহুল গান্ধীকে ওই আসন থেকে সরে দাঁড়াতে হবে। রাহুল গান্ধী এবার ওয়ানাড এবং রায়বেরেলি দুই আসন থেকেই বড় ব্যবধানে জয়ী হয়েছেন। এই দুইটার মধ্যে তাকে একটি আসন ছেড়ে দিতে হবে। এদিকে গত মঙ্গলবার রাহুল নিজেও প্রিয়াংকার সংসদীয় রাজনীতিতে আসার ইঙ্গিত দিয়েছেন। রাহুল বলেছেন, প্রিয়াংকা যদি বারানসি থেকে লড়াই করত, তা হলে নরেন্দ্র মোদি দুই থেকে তিন লাখ ভোটের ব্যবধানে পরাজিত হতেন। ২০১৯ সালের নির্বাচনে শোনা গিয়েছিল, বারানসিতে মোদিকে চ্যালেঞ্জ জানাতে পারেন প্রিয়াংকা। সেবার তা হয়নি। এরপর ২০২২ সালে প্রিয়াংকা যখন উত্তরপ্রদেশের কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিলেনÑ সেই সময় ধারণা করা হয়েছিল তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী পদে লড়বেন। সেটিও হয়নি।

এদিকে ওয়ানাড নাকি রায়বেরেলি- কোন আসন ছাড়বেন তা নিয়ে সংশয়ে আছেন রাহুল গান্ধী। ২০১৯ সালের নির্বাচনে কংগ্রেসের শক্ত ঘাঁটি আমেথিতে স্মৃতি ইরানির কাছে হেরেছিলেন রাহুল। সেবার ওয়ানাড তাকে জয় এনে দিয়েছিল। গত বুধবার রাহুল বলেছেন, এ নিয়ে তিনি দ্বিধায় আছেন। তবে সূত্র জানিয়েছে, উত্তরপ্রদেশের রাজনীতির গুরুত্বের জন্য তিনি রায়বেরেলি নিজের কাছে রাখবেন। অন্যদিকে ওয়ানাডে ইতোমধ্যে স্থানীয়রা বলছেন, রাহুল গান্ধী ছেড়ে দিলে তারা প্রিয়াংকা গান্ধীকেই চান।