সাংবাদিক শামিমের মায়ের ইন্তেকাল
দৈনিক আমাদের সময়ের নোয়াখালীর হাতিয়া উপজেলা প্রতিনিধি শামিমুজ্জামান শামিমের মা ছেমন আরা বেগম (১১০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
বাদ মাগরিব জানাজা শেষে নিজ গ্রাম সোনাদিয়ায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
শামিমের মায়ের মৃত্যুতে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া হাতিয়া উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।