ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় যানবাহনের ধীরগতি
ঈদযাত্রার দ্বিতীয় দিনে মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। আজ শুক্রবার দুপুর পর্যন্ত এ রুটে যান চলাচল স্বাভাবিক থাকলেও বিকেলের পর থেকে ধীর গতিতে চলাচল শুরু করে যানবাহন।
আজ শুক্রবার রাত ৮টার দিকে জামালদী বাস স্ট্যান্ড, গজারিয়ার জামালদী, ভাটেরচর, ভবেরচর ও বাউশিয়া পাখির মোড় পর্যন্ত একই চিত্র দেখা যায়।
রাজধানীর গুলিস্তান থেকে যাত্রী নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হওয়া শ্যামলী পরিবহনের চালক ইসমাইল হোসেন বলেন, মেঘনা সেতুর পর থেকে যানবাহনের ধীরগতি রয়েছে। বাসে যাত্রী উঠানোর কারণে দাঁড়ানো এবং মহাসড়ক পারাপারের সময় বাস দাঁড়িয়ে থাকার ফলে একটু একটু যানজট সৃষ্টি হচ্ছে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে। গাড়ির চাপ বেড়ে যাওয়ার ফলে ধীরগতির সৃষ্টি হয়েছে।