দোয়া চাইলেন ডিপজল

বিনোদন ডেস্ক
১৪ জুন ২০২৪, ২১:০৩
শেয়ার :
দোয়া চাইলেন ডিপজল

হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা বড় ভাই হাজি মো. শাহাদাৎ হোসেন ওরফে বাদশার জন্য দোয়া চাইলেন জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও বিশিষ্ট ব্যবসায়ী মনোয়ার হোসেন ডিপজল। আজ শুক্রবার এক ফেসবুক পোস্টে বড় ভাইয়ের জন্য দোয়া চান তিনি।

ফেসবুক পোস্টে ডিপজল লেখেন, ‘আমার বড় ভাই হাজি মো. শাহাদাৎ হোসেন (বাদশা ভাই) আজ শুক্রবার ভোর ৩টায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, কল্যাণপুরে চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।’

মনোয়ার হোসেন ডিপজল সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হয়েছেন। তবে তার প্রতিদ্বন্ধী প্রার্থী নিপুণ আক্তারের রিট তাকে এ পদে দায়িত্ব পালন করা থেকে বিরত থাকতে বলেন হাইকোর্ট। তবে আপিল বিভাগের আদেশে তিনি এ পদ ফিরে পেয়েছেন।

ডিপজলের বড় ভাই হাজিমো. শাহাদাৎ হোসেন ওরফে বাদশা

চলচ্চিত্র ছাড়াও ব্যবসায় ব্যস্ততা কাটছে ডিপজলের। অনেক বছর পর ইজারা নিয়েছেন গাবতলী পশুর হাটের। এ ছাড়া তিনটি সিনেমা হল নিয়ে মাল্টিপ্লেক্স নির্মাণ করছেন বলে জানিয়েছেন তিনি।