ঈদযাত্রায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে শিশুসহ নিহত ৩
ঈদযাত্রায় টাঙ্গাইলে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বাগুটিয়ার বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুনের ছেলে আব্দুল্লাহ আল অক্ষর (৬), আব্দুল্লাহ আল মামুনের নানী শ্বাশুড়ি হুসেইনে আরা (৬৮) এবং কুমিল্লার কুদ্দুস মিয়ার ছেলে প্রাইভেটকারের চালক আবুল হোসেন মিয়া।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, দুইটি প্রাইভেটকার ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় বাগুটিয়া এলাকায় পৌঁছানোর পর প্রাইভেটকারের সঙ্গে টাঙ্গাইলগামী ট্রাকের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি খাদে পড়ে যায়। পরে পিছনে থাকা আরেকটি প্রাইভেটকারের সাথে ওই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন নিহত হন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।