পাটুরিয়া-আরিচায় ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়
ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। ঈদের ছুটি শুরু হওয়াতে রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলা থেকে দক্ষিণবঙ্গের ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে পাটুরিয়া-আরিচা ফেরি ও লঞ্চ ঘাটে। আপন মানুষের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছেন কর্মজীবী মানুষ।
ঈদে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীর হাট নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারের জন্য ছোট-বড় ২৫টি ফেরি ও ৫৩টি লঞ্চ চলাচল করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরি পারাপার বাসের চেয়ে লোকাল বাসের যাত্রীদের চাপ বেশি দেখা যাচ্ছে। ঘাট এলাকায় যানজটমুক্ত রাখতে প্রায় এক কিলোমিটার দূরে লঞ্চ টার্মিনালে যাত্রীদেরকে বাস থেকে নামিয়ে দেওয়ার ব্যবস্থা নিয়েছে পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ।
যাত্রীরা জানায়, ঘাট থেকে প্রায় এক কিলোমিটার দূরে বাস যাত্রীদের নামিয়ে দেওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। নারী, শিশু ও বৃদ্ধদের পায়ে হেঁটে ঘাটে পৌঁছাতে হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অফিসের ডিজিএম খালিদ নেওয়াজ জানান, আজ শুক্রবার সকাল থেকে ঘরমুখো যাত্রীদের চাপ অনেকটা বেশি দেখা গেছে। তবে শনিবার থেকে যাত্রীদের চাপ আরও বাড়বে। যাত্রীরা যেন নিভিঘ্নে পরিবারের কাছে ফিরতে পারে সে বিষয়ে আমরা কাজ করছি। এ নৌরুটে এবার ঈদে আর দুর্ভোগ পোহাতে হবে না।