বাকেরগঞ্জে ৩ যানবাহনের সংঘর্ষে ঝরল ২ প্রাণ

বরিশাল ব্যুরো ও বাকেরগঞ্জ প্রতিনিধি
১৪ জুন ২০২৪, ১৭:১৮
শেয়ার :
বাকেরগঞ্জে ৩ যানবাহনের সংঘর্ষে ঝরল ২ প্রাণ

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাখরকাঠি এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। পাশাপাশি এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আজ শুক্রবার সকাল ৭টার দিকে বাকেরগঞ্জ থানাধীন বাখরকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।

নিহতরা হলেন- বাকেরগঞ্জ উপজেলার বাগদিয়া গ্রামের বাসিন্দা ও কারিগরি শিক্ষা বোর্ডে চাকরি করা মো. মেজবাহউদ্দিন অপুর ছেলে মো. জায়ান (৪) ও সিএনজি চালিত অটোরিকশার চালক একই উপজেলার চরাদি ইউনিয়নের পশ্চিম চরাদী গ্রামের বাসিন্দা মো. ছালাম হাওলাদারের ছেলে সাইদুল ইসলাম (৩০)।

আহতরা হলেন- শিশু জায়ানের বাবা মেজবাহউদ্দিন অপু, শিশুর মা মাহফুজা বেগম (৩৫), বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের বাসিন্দা হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান (৪০), বাগদিয়া গ্রামের বাসিন্দা মো. শাহীন (২৪) ও বাগদিয়া গ্রামের বাসিন্দা কাউসার হাওলাদার (২৮)। এদের মধ্যে মাহফুজা বেগমের অবস্থা আশঙ্ক জনক হওয়ায় তাকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ‘বাকেরগঞ্জের সেনানিবাস থেকে একটি পিকআপ ভ্যান বরিশালের উদ্দেশে যাচ্ছিল। সেনাসদস্য বহনকারী বড় পিকআপ বাখরকাঠি এলাকায় পৌঁছালে বাকেরগঞ্জগামী সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর ৬ জনকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যায়। নিহত ও আহতদের পরিবারের অভিযোগ অনুযায়ী পরবর্তীকালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, দুর্ঘটনায় সিএনজি চালক ও যাত্রী একটি শিশুর মৃত্যু হয়েছে। তাদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির বলেন, ‘দুর্ঘটনায় দুমড়ে-মুচেড়ে যাওয়া সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশা ঘটনাস্থলে রয়েছে। তবে সেনাবাহিনীর পিকআপ ভ্যান চলে গেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সেনাদের একটি দল ঘটনাস্থলে এসেছিল।’