শুক্রবার কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ শুক্রবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;
ওবায়দুল কাদেরের কর্মসূচি:
বেলা সাড়ে ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
পরিবেশমন্ত্রীর কর্মসূচি:
বাংলাদেশ যুবলীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বিকেল ৪টায় মুগদায় ইসলামী ইউনিভার্সিটিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
র্যাবের কর্মসূচি:
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাটে র্যাবের নেওয়া পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন সংস্থাটির আইন ও গনমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। বেলা ১১টায় গাবতলী পশুর হাটে এ মতবিনিময় করবেন তিনি।
বিএনপির কর্মসূচি:
সকাল সাড়ে ১০টায় নয়া পল্টনে গরিব ও দুস্থদের মাঝে বিএনপির পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম।