সেন্টমার্টিন থেকে টেকনাফে ফিরলেন আটকা পড়া ২৪০ জন
মিয়ানমার থেকে ছোড়া গুলির কারণে টেকনাফ-সেন্টমার্টিন রুটে যাতায়াত ৮দিন বন্ধ থাকার পর সেন্টমার্টিনে আটকা পড়া ২৪০ জন টেকনাফে ফিরেছেন। তিনটি ট্রলারে বিকল্প পথে টেকনাফে ফেরা ব্যাক্তিরা হোটেল কর্মী, শ্রমিক ও বিভিন্ন কাজে সেন্টমার্টিন গিয়ে আটকা পড়েছিলেন।
আজ বৃহস্পতিবার দুপুরে সেন্টমার্টিন জেটি ঘাট থেকে তিনটি ট্রলারে করে টেকনাফের উদ্দেশ্যে তারা রওনা দেন।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, কয়েক দিন ধরে এসব হোটেলকর্মী, কাজ করতে আসা শ্রমিক ও বিভিন্ন কাজে সেন্টমার্টিনে এসে আটকে পড়া এসব মানুষকে বিশেষ ব্যবস্থায় বিকল্প পথে টেকনাফে ফেরানো হয়েছে। তবে সময় যত যাচ্ছে ততই অনিশ্চয়তা বাড়ছে দ্বীপের মানুষের মধ্যে। খাদ্যসহায়তা খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।
টেকনাফ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত চৌধুরী জানান, আজ বিকেলে সেন্টমার্টিন থেকে ৩টি ট্রলারে আটকে পড়া ২৪০ জন বঙ্গোপসাগর হয়ে টেকনাফে পৌঁছায়। কিন্তু গোলাগুলি অব্যাহত থাকায় সেন্টমার্টিনবাসীর জন্য জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বহনকারী নৌযান যেতে পারেনি।
তিনি আরও জানান, গতকাল বুধবার থেকে নাফ নদের একটি এলাকায় ব্যাপক গোলার শব্দ শোনা যাচ্ছে। বিকল্প পথে হয়তো আগামীকাল কক্সবাজার থেকে এই খাদ্যসামগ্রী পৌঁছাতে পারে।