পুকুরে ডুবে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
১৩ জুন ২০২৪, ২০:৪৩
শেয়ার :
পুকুরে ডুবে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর

ময়মনসিংহের ফুলপুরে পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনসহ একই পরিবারের ৩ শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের মেয়ে সানিয়া (৮) ও তার ছেলে মেহেদী (৬) এবং মন্নাছ আলীর মেয়ে নূসরাত (৮)। নিহত ৩ শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন।

স্থানীয়রা জানান, আজ বিকেল ৪টার দিকে বাড়ির নিকটে উত্তরপাড়া মসজিদের পাশে খাঁ বাড়ির পুকুর পাড়ে খেজুর কুড়াতে যায় সানিয়া, মেহেদী ও নূসরাত। এসময় পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। ধারণা করা হচ্ছে, খেজুর কুড়াতে গিয়ে ওই তিন শিশু পুকুরে পড়ে যায়। বিষয়টি কেউ না দেখায়, পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।