হাটে ষাঁড়ের গুঁতোয় প্রাণ হারালেন মালিক
নিজে লালন-পালন করা ষাঁড়ের শিংয়ের গুঁতোয় মনু মিয়া (৫৫) নামের এক কৃষক মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে কোরবানির পশু বিক্রির হাটে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম। তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের বাসিন্দা ছিলেন মনু মিয়া।
প্রতক্ষ্যদর্শী ও মনুর পরিবারের সদস্যরা জানান, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে থাকা কোরবানির পশুর হাটে আজ বেলা ১১টার দিকে নিজেদের একটি ষাঁড় বিক্রির জন্য নিয়ে আসেন মনু মিয়া ও তার ভাই নানু মিয়া। দুপুরে হঠাৎ করে ওই ষাঁড় দৌড়া-দৌড়ি করতে থাকলে সামলানোর চেষ্টা করেন তারা। এ সময় ষাঁড়টি মনু মিয়ার গোপনাঙ্গে শিং দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান। এরপর স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম বলেন, ঘটনাটি তারা জেনেছেন। তবে কেউ অভিযোগ না দেওয়ায় মরদেহটি বাড়িতে নিয়ে গেছেন পরিবারের সদস্যরা।