এমপি আনার হত্যায় আওয়ামী লীগ নেতা ৮ দিনের রিমান্ডে
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর রহমান আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত মিন্টুর ৮ দিনের রিমান্ডের আদেশ দেন।
গত ১১ জুন জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর ধানমন্ডি থেকে সাইদুল করিম মিন্টুকে আটক করে ডিবি। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ রিমান্ড চাওয়া হয়।
এর আগে গত ১৩ মে কলকাতার সঞ্জিভা গার্ডেনের একটি ফ্ল্যাটে এমপি আনার খুন হন বলে জানায় পুলিশ। তবে এখনো তার মরদেহ খুঁজে পাওয়া যায়নি। ওই ফ্ল্যাট থেকে মাংসের টুকরো উদ্ধার করা হয়েছে। ফরেনসিক পরীক্ষায় তা মানুষের মাংস বলে জানা গেছে। তবে সেই মাংসের টুকরো আনারের মরদেহের অংশ কি না, তা ডিএনএ পরীক্ষার পর জানা যাবে। দক্ষিণ ২৪ পরগণার বাগজোলা খাল থেকে হাড় উদ্ধার করা হয়েছে। এ খালে আনারের মরদেহের অংশ ফেলা হয় বলে দাবি পুলিশের।