ঢামেকে অসুস্থ হাজতির মৃত্যু

ঢামেক প্রতিবেদক
১৩ জুন ২০২৪, ১২:৫৭
শেয়ার :
ঢামেকে অসুস্থ হাজতির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মোহাম্মদ অপু (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে অসুস্থ অবস্থায় ওই হাজতিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী সম্রাট ঘোষ জানান, অপু যৌতুক মামলায় বন্দী ছিলেন। তিনি খিলগাঁও ঢাকার মৃত জসিম উদ্দিন এর ছেলে‌।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।