বাস্কেটবল কিংবদন্তি জেরি ওয়েস্ট আর নেই

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৪, ২৩:৩৬
শেয়ার :
বাস্কেটবল কিংবদন্তি জেরি ওয়েস্ট আর নেই



বাস্কেটবল কিংবদন্তী জেরি ওয়েস্ট মারা গেছেন। দ্য লস অ্যাঞ্জেলেস ক্লিপার তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন বাস্কেটবল টুর্নামেন্টে এনবিএ’র লোগোতে তারই প্রতিচ্ছবি আঁকা। 


তিনি লস অ্যাঞ্জেলেস লেকার্সের হয়ে ৯ বার এনবিএ ফাইনাল খেলেছেন জেরি। ১৪ বছরের ক্যারিয়ারে প্রতিবছরই এনবিএ অল-স্টার মনোনিত হয়েছেন তিনি। ১৯৬০ সালে অলিম্পিকে স্বর্ণজয়ী বাস্কেটবল দলেরও সদস্য ছিলেন তিনি। 


লস অ্যাঞ্জেলেন ক্লিপারস জানায়, ‘বাস্কেটবলের প্রতিচ্ছবি আর আমাদের সবার বন্ধু জেরি ওয়েস্ট শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুর সময় তার স্ত্রী পাশে ছিলেন।’