বাংলাদেশিদের ১০ শ্রেণির ভিসার নিষেধাজ্ঞা তুলে নিল ওমান
বাংলাদেশের ১০ শ্রেণির নাগরিকের ভ্রমণের ক্ষেত্রে ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান। ঢাকাস্থ ওমান দূতাবাস থেকে পাঠানো এক কূটনৈতিক পত্রের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ তথ্য জানানো হয়েছে।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সরকারি সফর, পারিবারিক সফর, উপসাগরীয় দেশগুলোয় বসবাসকারীদের ভ্রমণ, প্রকৌশলী, চিকিৎসক, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী ও উচ্চ আয়ের পর্যটকদের ক্ষেত্রে ভিসা নিষেধাজ্ঞা ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে। ঢাকাস্থ ওমান দূতাবাস এখন থেকে এই ১০ শ্রেণির ভ্রমণকারীদের ভিসার আবেদন গ্রহণ করবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
অন্যদিকে, ওমান দূতাবাস জানায়, বাংলাদেশের কর্মীদের দেশটিতে যাওয়ার জন্য ভিসা নিষেধাজ্ঞা তুলে দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
উল্লেখ্য, রাজকীয় ওমান পুলিশ দেশটির অভিবাসন নীতিমালা পর্যালোচনার সময় গত বছরের অক্টোবরে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।