পুরানা পল্টনে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
১২ জুন ২০২৪, ২০:৫৬
শেয়ার :
পুরানা পল্টনে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরানা পল্টনে ফাইন্যান্স টাওয়ার নামের একটি ১৫ তলা ভবনের পঞ্চম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট সন্ধ্যা ৭টা ২৬ মিনিটের দিকে তা নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ঢাকা কার্যালয়ের পরিচালক প্রেস ব্রিফিংয়ে আনোয়ারুল হক বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ৬টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, ভবন থেকে আটকে পড়া চারজন পুরুষ ও তিনজন নারীকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। এছাড়া কোনো হতাহত নাই। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তের পর বলা যাবে।