আনারকন্যা ডরিন কেন এসেছিলেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িতদের কেউ যাতে পার না পায়, তা দেখার অনুরোধ করতে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন এসেছিলেন বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
তার একটু আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন মুমতারিন ফেরদৌস ডরিন। তার সঙ্গে কী কথা হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডরিন এসেছে, ওর আবেগের কথা বলে গিয়েছে। তার বাবা নিহত হয়েছে, সে তার বাবার হত্যার বিচার চাইবে, এটাই স্বাভাবিক।’
আসাদুজ্জামান খান বলেন, ‘সে (ডরিন) বলছে কেউ যেন পার না পেয়ে যায়, বিষয়টি দেখবেন। যেটি আপনাদের তদন্তে আসবে, আমরা সেটি বিশ্বাস করি। তদন্ত যেভাবে করেছেন তাতে যেন কেউ পার না পেয়ে যায়— সেই বিষয়ে আমাদের অনুরোধ করে গেছেন।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ মামলার তদন্তের বিষয়ে কোনো চাপ আছে কি না— জানতে চাইলে তিনি বলেন, ‘কে চাপ দেবে আমাদের? কোনো চাপ-চোপ নেই। সঠিক পদ্ধতিতে তদন্ত হচ্ছে। তদন্ত শেষ হলে আমরা বলতে পারব কার উদ্দেশ্য কী ছিল?’
টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে মিয়ানমার থেকে গুলি করা হচ্ছে— এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের সরকারের সঙ্গে আরাকান আর্মি যুদ্ধ করছে। যুদ্ধটা বেশ কিছুদিন ধরে হচ্ছে। আমরা দেখেছি আরাকানের অনেক জায়গা তারা দখল করে নিয়েছে। এখন আমাদের নাফ নদীর নিচের অংশটায় যুদ্ধ চলছে। এখানে যখন যুদ্ধ চলছে তখন কোন সময় কার গুলি আসছে, বলা যাচ্ছে না।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তিনি বলেন, ‘দু-একটা সময় আমাদের জেলেদের ট্রলার কিংবা টহল বোটে গুলি লেগেছে। কে গুলি করেছে, সেটি আমরা এখনো সুনিশ্চিত নই। তাদের (মিয়ানমার কর্তৃপক্ষ) সঙ্গে যোগাযোগ করেছি। তারাও নিশ্চিত করে কিছু বলতে পারেনি। মিয়ানমার বিষয়টি অস্বীকার করেছে।’
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি পুলিশ বাহিনীর প্রধান ছিলেন, কিন্তু আমাদের কাছে এমন কিছু আসেনি যে তাকে আমরা দায়ী করতে পারি। তদন্ত যারা করছেন তারা যদি কিছু প্রমাণ করতে পারেন, তখন সেটা দেখা হবে।’