ছিনতাই চেষ্টার অভিযোগে দুই পুলিশ সদস্য প্রত্যাহার
লালমনিরহাটের হাতীবান্ধায় ব্যবসায়ীর পথরোধ করে টাকা ছিনতাই চেষ্টার অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার সকালে তাদের দুজনকে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাতে তাদের প্রত্যাহার করে হাতীবান্ধা থানায় নিয়ে আসা হয়।
প্রত্যাহার হওয়া দুই পুলিশ সদস্যরা হলেন- হাতীবান্ধা থানার আওতায় দোয়ানী পুলিশ ফাঁড়িতে কর্মরত নারায়ন বম্মর্ণ ও মামুন মিয়া।
হাসমত আলী নামের ভুক্তভোগী ভুট্টা ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে হাতীবান্ধা উপজেলার সাধুর বাজার থেকে পার্শ্ববর্তী ডিমলা উপজেলায় যাওয়ার পথে ফ্লাড বাইপাসের মাঝামাঝি অন্ধকারে হাসমত আলীর পথরোধ করেন দুই ব্যক্তি। এ সময় তার কাছে থাকা ৪৩ লাখ টাকাসহ একটি ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করেন ওই দুই ব্যক্তি। তখন হাসমত আলী চিৎকার দিলে ওই দুই ব্যক্তি নিজেদের পুলিশ সদস্য পরিচয় দেন। এ সময় ওই এলাকার সাধারণ ব্যবসায়ীরা পুলিশ ফাঁড়ির সামনে জড়ো হন এবং লালমনিরহাট-নীলফামারী সড়কে বিক্ষোভ করতে থাকেন।
খবর পেয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত নির্মল চন্দ্র মোহন্ত ঘটনাস্থলে আসেন এবং পুলিশ ফাঁড়িতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। পরে অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহারের ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়। রাতেই অভিযুক্ত পুলিশ সদস্য নারায়ন বম্মর্ণ ও মামুন মিয়াকে প্রত্যাহার করে দোয়ানী পুলিশ ফাঁড়ি থেকে হাতীবান্ধা থানায় নিয়ে আসা হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত জানান, অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে ইতোমধ্যে জেলা পুলিশ লাইনে প্রেরণ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।