সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সর্বশেষ অবস্থা

অনলাইন ডেস্ক
১২ জুন ২০২৪, ১২:০০
শেয়ার :
সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সর্বশেষ অবস্থা

সিলেটে অসুস্থ হয়ে পড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এখন ভালো আছেন। তাকে আরও পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রাখা হয়েছে।

আজ বুধবার সকালে তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন।

মোমেন বলেন, ‘সিলেটে আমার ধারাবাহিক কর্মসূচি থাকায় এমনটা হয়েছে। এই গরম ও আর্দ্র আবহাওয়ায় আমি অসুস্থ হয়ে পড়ি।’

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোমেন জানান, গতকাল এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার সিএমএইচে পাঠানো হয়।

সিলেট-১ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘এখন আমি ভালো আছি। গত রাতে ডাক্তাররা আমাকে ঘুমাতে বলেন এবং কারও সঙ্গে কথা বলা থেকে দূরে থাকতে পরামর্শ দেন। এজন্য দর্শনার্থীদের আসতে দেওয়া হয়নি।’

মোমেন নিজের জন্য দোয়া চেয়ে বলেন, ‘আমি এখন ঠিক আছি। তারা আমাকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রেখেছেন।’

এদিকে সংসদ সদস্যকে দেখতে হাসপাতালে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। তিনি কিছু সময় মোমেনের সঙ্গে কথা বলেন এবং তার শরীরের খোঁজখবর নেন।