সরকারি জমির ধান লুটের হাত থেকে রক্ষা করলেন ইউএনও

দিনাজপুর প্রতিনিধি
১১ জুন ২০২৪, ২৩:৩৪
শেয়ার :
সরকারি জমির ধান লুটের হাত থেকে রক্ষা করলেন ইউএনও

দিনাজপুর কাহারোল উপজেলার চকবাজিতপুর গ্রামের সরকারি ৫ বিঘা জমির ধান লুটের হাত থেকে রক্ষা করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম। 

জানা গেছে, চকবাজিতপুর গ্রামের ভূমিদস্যু আব্দুর রাজ্জাক দলবল নিয়ে রাতের আধারে সরকারি জমির এই ধান কেটে নেওয়ার জন্য পরিকল্পনা করেছিলেন। বিষয়টি বুঝতে পেরে আগে থেকেই উপজেলা প্রশাসন ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে। পরে ওই জমি থেকে পাওয়া ১০৫ মন ধান কেটে উন্মুক্ত নিলামে ৬৪ হাজার টাকায় বিক্রি করা হয়। বর্তমানে ওই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা রয়েছে।  

আরও জানা গেছে, কাহারোল উপজেলার চকবাজিতপুর মৌজার ২.৪২ একর খাস জমি এসএ রেকর্ডে ডেপুটি কমিশনার, দিনাজপুর ও আরএস (ডিপি) খতিয়ানে ১ নম্বর খাস খতিয়ান ভুক্ত হয়েছে। বর্ণিত তফসিলে মোছা. সবেজা গং যুগ্ন জেলা জজ আদালতে মামলা আনয়ন করলেও সরকারের বিপক্ষে আগের নিষেধাজ্ঞার আবেদন বিভিন্ন পর্যায়ে নামঞ্জুর হয়ে সর্বশেষ সিভিল রিভিশনে ১৬/১১/২০২৩ তারিখে উভয় পক্ষকে স্থিরাবস্থা বজায় রাখার আদেশ দেন। ওই আদেশ অমান্য করে মামলাকারী পক্ষ ওই জমিতে ধান রোপণ করে। রোপণকৃত ধান কর্তনের বিষয়ে সরকারী কমিশনার ভূমিকে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

এ ব্যাপারে ইউএনও আমিনুল ইসলাম বলেন, ‘এই জমি সরকারি জমি। এই জমিতে দাবিদারের লিজ কিংবা কোনো মালিকানার কাগজপত্র নেই।’

অন্যদিকে এ বিষয়ে জমির দাবিদার কৃষক আব্দুল রাজ্জাক বলেন, ‘আমরা মৌখিক নির্দেশে ধান রোপণ করেছি। তবে ধান রোপণ করতে অনেক কষ্ট করতে হয়েছে।’