এমপি আনার হত্যাকাণ্ড /

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক

নিজস্ব প্রতিবেদক
১১ জুন ২০২৪, ১৯:১১
শেয়ার :
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মিন্টুকে আটক করা হয়।

ডিবির একটি সূত্র আটকের তথ্য নিশ্চিত করে জানিয়েছে, সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিএমপি ডিবির কার্যালয়ে নেওয়া হয়েছে। এমপি আনার হত্যাকাণ্ডের প্রধান হোতা হিসেবে অভিযুক্ত আক্তারুজ্জামান শাহিনের সঙ্গে মিন্টুর যোগাযোগ ছিল।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু বলেন, ‘সাইদুল করিম মিন্টুর আটক হওয়ার গুঞ্জন শুনছি। এমপি আনার হত্যাকাণ্ডে যেই জড়িত থাকুক না কেন, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এর আগে গতকাল সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেছিলেন, ‘এমপি আনার হত্যাকাণ্ডের তদন্ত শেষ হলে অনেকেই গ্রেপ্তার হতে পারেন। সেই সঙ্গে এমপি আনারের মরদেহ শনাক্ত হলে অনেক কিছুই প্রকাশ করা সম্ভব হবে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তে পাওয়া তথ্য যাচাই-বাছাই চলছে।’ 

উল্লেখ্য, এমপি আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এর আগে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে গ্রেপ্তার করে ডিএমপি ডিবি। বর্তমানে তিনি রিমান্ডে আছেন।

এ ছাড়া আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশে তিনজন, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুজন গ্রেপ্তার হয়েছেন। বাংলাদেশ গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান। এ ছাড়া কলকাতায় জিহাদ হোসেন ওরফে কসাই জিহাদ নামের একজন গ্রেপ্তার হন। আর নেপালে আটক হন সিয়াম হোসেন নামের একজন। তাকে ভারতে ফিরিয়ে এনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছে কলকাতা সিআইডি।

গত ১৩ মে কলকাতার সঞ্জীভা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন হন এমপি আনার। যদিও এখনো তার মরদেহ খুঁজে পাওয়া যায়নি। ওই ফ্ল্যাটের থেকে মাংসের টুকরা উদ্ধার করা হয়। ফরেনসিক পরীক্ষায় তা মানুষের মাংস বলে জানা গেছে। তবে তা আনারের মরদেহের অংশ কি না, তা ডিএনএ পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া যাচ্ছে না। দক্ষিণ ২৪ পরগণার বাগজোলা খাল থেকে হাড় উদ্ধার করা হয়েছে। এ খালে আনারের মরদেহের অংশবিশেষ ফেলা হয় বলে জানিয়েছে পুলিশ।