ইউটিউবার থেকে ইউরোপীয় পার্লামেন্ট মেম্বার

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২৪, ১৮:৪৮
শেয়ার :
ইউটিউবার থেকে ইউরোপীয় পার্লামেন্ট মেম্বার

সাইপ্রাসের জনপ্রিয় একজন ইউটিউবার এখন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য। স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে তিনি নির্বাচিত হয়েছেন। চলতি বছর জানুয়ারিতে ফিদিয়াস নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপরই প্রচার শুরু করেন। এপ্রিলে মনোয়নপত্র জমা দেওয়ার সময় তিনি বলেন, জয়ের জন্য তিনি লড়ছেন না, তার উদ্দেশ্য তরুণ প্রজন্মকে রাজনীতিতে আগ্রহী করে তোলা।

তরুণ প্রজন্ম তার পাশেও দাঁড়িয়েছে। সাইপ্রাসের জনসংখ্যা ৯ লাখ। তাদের মধ্যে ৬ লাখ ৮৩ হাজার ভোটার ছিলেন। ১৮ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে ৪০ শতাংশ তাকে ভোট দিয়েছে। ২৫ থেকে ৩৫ বছর বয়সীদের মধ্যে এই সংখ্যা ২৮ শতাংশ।

 সাইপ্রাস থেকে ছয়জন ইউরোপীয় পার্লামেন্টে নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন ফিদিয়াস। 

ইউটিউবের ফিদিয়াসের সাবস্ক্রাইবার ২৬ লাখেরও বেশি। সেখানে তিনি ব্যতিক্রমী স্টান্ট ভিডিও প্রকাশ করে জনপ্রিয়তা পেয়েছেন। ১০ দিন কবরের ভেতরে থাকা, ভিআর হেডসেট পরে ১০ দিন কাটানোর মতো পাগলামিও করেছেন তিনি।

ফিদিয়াসের কোনো পূর্ববর্তী রাজনৈতিক অভিজ্ঞতা নেই এবং এই বছরের নির্বাচনের আগে কখনো ভোটও দেননি। সাইপ্রাসের স্থানীয় মিডিয়াতে দেশটির একজন নির্বাচন বিশেষজ্ঞ জানান, সোশ্যাল মিডিয়া তারকার বিজয় ঐতিহাসিক ছিল। তবে বিষয়টি অনেক ক্ষেত্রেই অস্বাভাবিক।